বিসিএস ও সরকারি চাকরির বিগত ১০ বছরে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন থেকে যাকিছু এসেছে সেগুলোর এক অনবদ্য ক্যালেকশন আপনাদের জন্য,
প্রশ্নগুলোর উৎসঃ
** বিগত বিসিএস প্রশ্ন
** বিগত সরকারি চাকরির প্রশ্ন
** অনান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্ন
** শিক্ষক নিয়োগ প্রশ্ন
** সরকারি ব্যাংক পরীক্ষার প্রশ্ন
** অনান্য
কিভাবে পড়তে হবেঃ পরিমানে প্রশ্ন সংখ্যা বেশি তাই এক - দুদিনে সব পড়ে ফেলবেন এমনটা নয় প্রয়োজনে সময় নিন এবং বুঝে পড়বেন । তাহলে এমনিতেই মনে থাকবে।
এই টপিক থেকে চাকরির পরীক্ষা বা বিসিএস পরীক্ষায় কয়টি প্রশ্ন দেওয়া হয়ঃ
আপনি নিজেও জানেন চাকরির পরীক্ষার কোনো ধরাবাধা নিয়োম নেই । তাই এটা নিশ্চিত করে বলাটা বোকামো হবে। তবে বিগত বিসিএস বা সরকারি চাকরির প্রশ্ন এ্যানালাইসিস করলে দেখতে পারবেন প্রায় ৫-৭টি আসে । বিশেষ করে সরকারি মন্ত্রণালয় বা অডিটর বিগত পরীক্ষায় এই টপিক থেকে বেশকিছু প্রশ্ন এসেছিল ।
Original Link -
https://learninghomebd.blogspot.com/2020/09/exclusive-mcq-collection-for-upcoming-BCS-Exam.html
Shortlink -
bit.ly/LH237
0 Comments: