দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার । প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) অধীন সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি আজ সোমবার প্রকাশ করা হয়েছে।

রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

চাকরির আবেদনের বয়সীমাঃ 

  • প্রার্থীর বয়স ২৫ মার্চ পর্যন্ত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। 
  • তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

  • নারী-পুরুষ উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক পাস।


প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক’-এর শূন্যপদ এবং জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিডিইপি-৪-এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে।

আবেদন করতে পারবে নাঃ 

  • তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন না।

আবেদন গ্রহণ শুরু হবেঃ

  • আগামী ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। শেষ হবে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।

 বেতন স্কেলঃ

  • সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা।

নিচে টেলিটক সাইটের মাধ্যমে আবেদনের লিংক দেওয়া আছে । Apply Now বাটলে ক্লিক করে সরাসরি আবেদন করে নিন ।
আপনার আবেদন করার পূর্বে এই নিয়োগ টি শেয়ার করে অন্য একজনেকে সাহায্য করুন । আপনার কিছু জানার থাকলে নিচে কমেন্টে বক্সে কমেন্ট করুন ।

Apply Now !