৪০৩২টি পদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি  প্রকাশ ২০২০ আবেদনের সময়সীমাঃ ০১-১১-২০২০ থেকে ৩০-১১-২০২০ ইং। আবেদনঃ http://dshe.teletalk.com.bd

৪০৩২টি পদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২০ আবেদনের সময়সীমাঃ ০১-১১-২০২০ থেকে ৩০-১১-২০২০ ইং। আবেদনঃ http://dshe.teletalk.com.bd

Department of Secondary and Higher Education New job circular

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি  প্রকাশ পদসমূহঃ ২৮ ক্যাটাগরির ৪০৩২টি পদ।
বয়সসীমা হিসাবের তারিখঃ ২৫-০৩-২০২০ ইং আবেদন ফিঃ ১১২ টাকা, ৫৬ টাকা । আবেদনের সময়সীমাঃ ০১-১১-২০২০ থেকে ৩০-১১-২০২০ ইং



 

 

এই লেখাটি সংগ্রহিত তাই সত্যতা নিজে যাচাই করে নিনঃ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ৪০৩২ পদের বিশাল নিয়োগের আবেদন প্রক্রিয়ায় একাধিক পদের পেমেন্টের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছিল তা সমাধান হয়েছে। অনলাইনে আবেদন শুরুর পর কয়েক দিন একাধিক পদে পেমেন্ট করা যায়নি। সমস্যাটির সমাধান করেছে কর্তৃপক্ষ। এখন থেকে একাধিক পদে আবেদন করে পেমেন্ট করা যাবে।
☞ সর্বমোট পদঃ ২৮ ক্যাটাগরির ৪০৩২টি পদ।
☞ আবেদন ফিঃ ১১২ টাকা ও ৫৬ টাকা।
☞ আবেদনের সময়সীমাঃ ০১-১১-২০২০ থেকে ৩০-১১-২০২০ ইং পর্যন্ত৷
☞ অনলাইনে আবেদন/সার্কুলার/নির্দেশনাঃ dshe.teletalk.com.bd
☞ উল্লেখ্যযোগ্য পদসমূহঃ
(১) সরকারি কলেজ সমূহের প্রদর্শক। পদার্থ- ১০৯টি, রসায়ন- ১২০টি, প্রাণী- ১০৯টি, উদ্ভিদ- ৯৬টি, জীববিজ্ঞান- ৩১টি, গণিত- ২২টি, ভূগোল- ১৩টি, মৃত্তিকা- ৫টি, গার্হস্থ- ৮টি, কৃষি- ১টি। যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স।
(২) গবেষণা সহকারী। পদ- ২১টি। যোগ্যতা- বিএড (অনার্স)/এমএড।
(৩) সহকারী গ্রন্থাগারিক। পদ- ৬৯টি। যোগ্যতা- গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমা/অনার্স।
(৪) উচ্চমান সহকারী। পদ- ৮৫টি। যোগ্যতা- স্নাতক, কম্পিউটার দক্ষতা।
(৫) অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। পদ- ৫১৩টি। যোগ্যতা- এইচএসসি, কম্পিউটার দক্ষতা।
(৬) হিসাব সহকারী। পদ- ১০৬টি। যোগ্যতা- এইচএসসি (কমার্স)।
(৭) ক্যাশিয়ার। পদ- ৮৫টি। যোগ্যতা- এইচএসসি (কমার্স)।
(৮) স্টোর কিপার৷ পদ- ৫০টি। যোগ্যতা- এইচএসসি।
(৯) অফিস সহায়ক। পদ- ১৯৩২টি। যোগ্যতা- এসএসসি।
(১০) বুক সর্টার। পদ- ৪৬টি। যোগ্যতা- এসএসসি।
(১১) নিরাপত্তা প্রহরী। পদ- ২৫৫টি। যোগ্যতা- অষ্টম শ্রেণী পাস।
(১২) মালি৷ পদ- ১০০টি। যোগ্যতা- অষ্টম শ্রেণী পাস।
Apply Link
Previous Post
Next Post

post written by:

0 Comments: