বিনা অভিজ্ঞতায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ - Village Education Resource Center (VERC) Job Circular

বিনা অভিজ্ঞতায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ - Village Education Resource Center (VERC) Job Circular

Village Education Resource Center (VERC) View all jobs of this company Vacancy Not specific Job Context 
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) সাভার, ঢাকা এর ঋণ 
কর্মসূচিতে সৎ, উদ্যোমী, পরিশ্রমী ও কর্মঠ
আগ্রহী বাংলাদেশী প্রার্থীদের নিকট হতে জরুরী ভিত্তিতে উল্লেখিত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
Job Responsibilities
সদস্যদের উপস্থিতি ও প্রতিটি ক্ষুদ্র দলের মাধ্যমে টাকা আদায় নিশ্চিত করা।
সমিতিতে আলোচনা করা (সদস্য ভর্তি, ঋণ প্রস্তাব, সঞ্চয় ফেরত, ইস্যু ভিত্তিক আলোচনা ইত্যাদি)।
পাশ বই ও কালেকশন সীট পোষ্টিং ও রেজুলেশন খাতা লেখা।
রেজুলেশন পাঠ করা ও খাতায় সভানেত্রীসহ সদস্যদের স্বাক্ষর নেয়া।
প্রকল্প যাচাই করা এবং সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুত করা ।
কালেকশন সীট অনুসারে সমিতি থেকে আদায়কৃত টাকা টপসিট করে হিসাব রক্ষকের নিকট জমা দেওয়া ও সাবসিডিয়ারী লেজারসহ সকল লেজার নিয়মিত আপডেট রাখা।
Employment Status
Full-time

Educational Requirements
ন্যূনতম স্নাতক/ সমমান ডিগ্রী
Additional Requirements
Age 18 to 35 years
প্রার্থীকে বাংলাদেশের যে কোন অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে।
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
চুড়ান্তভাবে নির্বাচিতদেরকে যোগদানকালীন ৭০০০/-(সাত হাজার ) টাকা (ফেরতযোগ্য) ভার্ক প্রধান কার্যালয়ে জামানত হিসেবে জমা দিতে হবে।
বাই সাইকেল/মোটর সাইকেল চালায় পারদর্শী হতে হবে।
Job Location
বাংলাদেশের যেকোনো স্থানে

Salary
মাসিক বেতন ১৪,৯৮১/-
Compensation & Other Benefits
এছাড়া সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সকল সুবিধাদি প্রদান করা হবে।
উল্লেখ্য যে, পিএফ, গ্রাচুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল ও সংস্থার নিয়মানুযায়ী সকল সুবিধাদি প্রদান করা হবে।

Apply Procedure
আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ অক্টোবর, ২০২০ইং তারিখের মধ্যে আবেদনপত্র (Cover Letter with CV), ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কসীট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র উল্লোখত ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্রে অবশ্যই মোবাইল ফোন নাম্বার ও খামের উপর পদের নাম লিখতে হবে। উল্লেখ্য যে, পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ,ডিএ দেওয়া হবে না। আবেদন পত্র পাঠাবার ঠিকানাঃ নির্বাহী পরিচালক, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), বি-৩০, এখলাস উদ্দিন খান রোড, আনন্দপুর, সাভার, ঢাকা-১৩৪০।
Application Deadline : 17 Oct 2020
Previous Post
Next Post

post written by:

0 Comments: