গণপূর্ত অধিদপ্তর নেবে ১৬৯ জন, আবেদন শেষ ১০ ডিসেম্বরে
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২০
বাংলাদেশ সরকার গণপূর্ত অধিদপ্তরের ৬টি পদে ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৫ মার্চে ১৮-৩০ বছর।
বিশেষ ক্ষেত্রে ৩২ বছর
বিজ্ঞাপন করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এ বছর ২৫ মার্চ যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাদের আবেদনের সুযোগ দেওয়ার সরকারের সিদ্ধান্তই বহাল রেখেছে গণপূর্ত অধিদপ্তর।
এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর। এ বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চে ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা online এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে
আবেদন ফি: টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে যেকোনো পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
0 Comments: