২৬৯ পদের বাংলাদেশ ডাক বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


বাংলাদেশ ডাক বিভাগ সম্প্রতি অস্থায়ীভাবে রাজস্ব খাতের ৩০ টি পদে মোট ২৬৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১৩-০৭-২০২১ থেকে । আবেদন করা যাবে ১১-০৮-২০২১ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১.জুনিয়র একাউন্টেন্ট-০৮
২. ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস- ৯১
৩.স্টিপার কাম রিটাচার-০১
৪. সরকারি (ডাক অধিদপ্তর)-০৪
৫. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০৬
৬. উপজেলা পোস্টমাস্টার-৯৬
৭. কম্পিউটার অপারেটর-০১
৮. মনোটাইপ কিবোর্ড অপারেটর-০১
৯. উচ্চমান সহকারী-০৩
১০. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০৮
১১. ক্যাশিয়ার-০১
১২. মেশিনম্যান-০১
১৩.একাউন্টস অ্যাসিস্ট্যান্ট-০৪
১৪. ড্রাফটসম্যান-০১
১৫. ড্রাইভার (ভারী)-০২
১৬.ড্রাইভার (হালকা)-০২
১৭. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৫
১৮. মেশিনিস্ট-০১
১৯. ডাটা এন্ট্রি অপারেটর-০৪
২০. পোস্টাল অপারেটর-০১
২১.গ্রেনিং মেশিন ম্যান-০১
২২. সরকারি মেশিনম্যান-০১
২৩.বাউন্ডার হেলপার-০১
২৪. ইনকম্যান-০২
২৫.প্যাকার-০২
২৬.পোর্টার-০১
২৭. অফিস সহায়ক-১৬
২৮. নিরাপত্তা প্রহরী-০১
২৯. পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)-০২
৩০. পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার)-০১


Apply Now !

আবেদনেরযোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা,অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা,অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনেরবয়স
প্রার্থীর বয়স ১১-০৮-২০২১  তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার  সন্তানদের  ক্ষেত্রে বয়স ৩২বছর  ।   
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা